আমি কন্যাশ্রী শ্যামলী মাহাতো। স্নাতকোত্তর ছাত্র। আমরা পুরুলিয়ার বান্দোয়ান থানার জঙ্গলঘেরা কাড়ালিকোল গ্রামের বাসিন্দা। আমার বাবা নির্মল মাহাতো ছোট চাষী। আগে দেখতাম, আমাদের এলাকায় মেয়েদের পড়াশোনার তেমন চল ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করার পর বদলে গিয়েছে ছবিটা। কন্যাশ্রী পেয়ে আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-সহ স্নাতক হয়েছি।