সবুজসাথী (Saboojsathi) প্রকল্পের একাদশ দফায় এবছর রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া সাইকেল পেতে চলেছে। স্কুল থেকে আসা পড়ুয়াদের নামের তালিকা পোর্টালে আপলোড হওয়ার পরই অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর এই চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করেছে। নভেম্বর মাসের মধ্যেই বণ্টন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে দ্বাদশ দফার সাইকেল বণ্টনও সেরে ফেলার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। সেই কারণে একাদশ দফার কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৫ লক্ষ সাইকেলের টেন্ডার ডাকা হয়েছে। অতিরিক্ত তিন লক্ষ সাইকেল অর্ডার করা হয়েছে যাতে কোথাও ঘাটতি দেখা দিলে বা সাইকেল খারাপ হলে তা দ্রুত প্রতিস্থাপন করা যায়।
আরও পড়ুন- ১২ লক্ষ বাঙালি হিন্দু এনআরসি তালিকায় কেন? হিমন্তকে প্রশ্নবাণ
দফতর চায় দুর্গাপুজোর আগেই সাইকেল বিলি শুরু করতে। নির্দিষ্ট এজেন্সি থেকে সাইকেল এসে গেলেই সেগুলি জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। নির্বাচনের কথা মাথায় রেখে এবার একাদশ দফার প্রাথমিক প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছে রাজ্য। জুন মাসে বিভিন্ন জেলায় তথ্য যাচাইয়ের কাজ হয়েছে, এরপর নাম ধরে ধরে পড়ুয়াদের তালিকা পোর্টালে আপলোড করেছেন দপ্তরের আধিকারিকেরা—যা সাধারণত আগস্টে হয়ে থাকে।
দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ—এই বড় জেলাগুলিতে লক্ষাধিক ছাত্রছাত্রী সাইকেল পাবে। বেশিরভাগ জেলায় ৫০ হাজার থেকে ৭৫ হাজার সাইকেল বণ্টনের পরিকল্পনা রয়েছে। দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “নভেম্বরের মধ্যে একাদশ দফা শেষ হলে আমরা দ্বাদশ দফার জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। রাজ্যের নির্দেশ এলেই সেই কাজ শুরু হবে।”
সবুজসাথী (Saboojsathi) প্রকল্পের এই লাগাতার সম্প্রসারণ রাজ্যের শিক্ষার্থীদের জন্য একপ্রকার নিরবিচ্ছিন্ন সহায়তা, যা শিক্ষার ধারাবাহিকতা ও উপস্থিতি বজায় রাখতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।