সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: বিজেপি শাসিত দিল্লি ক্রমেই হয়ে উঠছে অপরাধের মুক্তাঞ্চল৷ সারা বছরই এখানে খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মহিলাদের উপরে নৃশংস অত্যাচার লেগেই থাকে৷ বিজেপি জমানায় রাজধানীতে অপরাধের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর পাশাপাশি দিল্লি জুড়ে নাবালক নিখোঁজ (minors missing_Delhi) হওয়ার ঘটনাও বাড়ছে মারাত্মকভাবে৷ দেশের রাজধানী দিল্লিতে গত এক দশকে নিখোঁজ হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার নাবালক৷ শুনতে অবাক লাগলেও এই ঘটনাই সত্যি বলে স্বীকার করে নিয়েছে দিল্লি পুলিশ৷ একইসঙ্গে দিল্লি পুলিশের সূত্রে জানা গেছে, এই ১ লক্ষ ৮৪ হাজার নিখোঁজ নাবালকের মধ্যে ৫০,৭৭১ জনের এখনও কোনও খোঁজ মেলেনি৷ এর পরেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে৷ প্রশ্ন উঠেছে, এত বিপুল সংখ্যক নাবালক (minors missing_Delhi) কেন নিখোঁজ হচ্ছে দেশের রাজধানী দিল্লিতে? কেনই বা তাদের এক-তৃতীয়াংশের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বছরের পর বছর? গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দিল্লি পুলিশের বড় কর্তারা৷ একইরকমভাবে নিরুত্তর বিজেপি পরিচালিত দিল্লি সরকারের মন্ত্রীরাও৷ তাত্পর্যপূর্ণ হল, দিল্লি পুলিশ সূত্রের দাবি, গত কয়েক বছরের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় নাবালক নিখোঁজ হয়েছে ২০২৪ সালে, সংখ্যা ১৯,০৪৭৷ তার আগে ২০২৩ সালে ১৮,১৯৭ এবং ২০১৯ সালে ১৮,০৬৩টি নাবালক নিখোঁজের ঘটনা ঘটেছে৷ গোটা দেশ যখন করোনা অতিমারির প্রভাবে ধুঁকছে এবং লড়াই করছে বেঁচে থাকার জন্য, সেই সময়েও দিল্লিতে নাবালক নিখোঁজের ঘটনা থেমে থাকেনি৷ দিল্লি পুলিশ সূত্র দাবি করছে, করোনা শুরুর বছর বড় সংখ্যায় নাবালক নিখোঁজ হয়েছে, তার মধ্যে মেয়ের সংখ্যা ৯৮,০৩৬৷ এদের মধ্যে ৭০,৬৯৬ জনকে খুঁজে বার করতে পেরেছে দিল্লি পুলিশ৷ বাকিদের এখনও কোনও হদিশ নেই৷ বিজেপি পরিচালিত সরকার বা প্রাক্তন আম আদমি পার্টির সরকার, দিল্লিতে ক্ষমতাসীন কোনও সরকারই এই নাবালক নিখোঁজের দায় নিতে নারাজ৷ এর জেরেই তৈরি হচ্ছে গভীর আতঙ্ক৷

