কুলতলিতে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত ১, পকসো আদালতে কাল সাজা ঘোষণা

জয়নগরে নাবালিকা (minor) ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাকিম সরকারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত।

Must read

প্রতিবেদন : জয়নগরে নাবালিকা (minor) ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাকিম সরকারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। শুক্রবার সাজা ঘোষণা করবে। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট স্পেশ্যাল ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন। ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন-ইউরোপের ভরসা ইসরোতে! সৌরপর্যবেক্ষণকারী প্রোবা-৩ পাড়ি দিল মহাকাশে

দিনভর এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে রাতেই তার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ৫ অক্টোবর বারুইপুর আদালতেই পেশ করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এই ঘটনায় মোট ৩৬ জন সাক্ষ্য দেন। ৩০ অক্টোবর চার্জশিট জমা পড়ে। ৫ নভেম্বর থেকে সাক্ষীদের ডেকে পাঠানো শুরু হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পকসো আদালত।

Latest article