দিঘার জগন্নাথধাম (Jagannath Dham Prasad) থেকে পুজো করা খোয়া ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ এবার রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের নেতৃত্বে এবং হিডকোর সহযোগিতায় রাজ্যের ১ কোটি ৩৫ লক্ষ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ ধামের প্রসাদ।
আগামী ১৭ জুন থেকে শুরু হবে এই বিতরণ প্রক্রিয়া। সরকারের নির্দেশ, ২৭ জুন রথযাত্রার দিন এই কর্মসূচি শেষ করতে হবে। তবে যেসব প্রত্যন্ত অঞ্চলে ওই দিন পৌঁছানো সম্ভব হবে না, সেখানে ৪ জুলাই উল্টোরথের আগেই প্রসাদ (Jagannath Dham Prasad) বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসাদের মধ্যে থাকবে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, একটি পেড়া ও একটি গজা। কলকাতা থেকে এই ছবি ও বাক্স প্রতিটি জেলায় পৌঁছে যাবে ১২ জুনের মধ্যে। ইতিমধ্যেই সব জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের জেলার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারকদের একটি তালিকা তৈরি করে রাখতে।
আরও পড়ুন: বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে বেতন কেলেঙ্কারি, ২৩০ কোটি টাকার দুর্নীতি
দিঘার মন্দিরে পুজো দেওয়া খোয়া প্রতিটি জেলায় পাঠানো হবে, সেই খোয়া ক্ষীর ব্যবহার করেই স্থানীয় কারিগরেরা তৈরি করবেন প্রসাদের জন্য নির্ধারিত পেড়া ও গজা। পৃথক প্যাকেটে এই দুই মিষ্টান্ন থাকছে। এই প্রসাদ বিতরণের কাজে ব্যবহার করা হবে খাদ্য দফতরের দুয়ারে রেশন প্রকল্পের পরিকাঠামো। পাড়ায় পাড়ায় মাইকিং করে আগাম জানিয়ে দেওয়া হবে, কোন দিন, কোথা থেকে, কারা এই প্রসাদ সংগ্রহ করতে পারবেন। যে কেউ উপস্থিত হলেই তাঁকে এই প্রসাদ দেওয়া হবে।
কলকাতা শহরে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পুরসভার কাউন্সিলরদের উপর। প্যাকেট প্রস্তুতের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তথ্য ও সংস্কৃতি দফতর ও হিডকো জানিয়েছে, দুয়ারে রেশন পরিকাঠামোর বাইরে প্রয়োজনে বিকল্প পথেও যেন জেলাশাসকরা প্রসাদ বিতরণের ব্যবস্থা করেন। লক্ষ্য একটাই—রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছাক জগন্নাথ ধামের প্রসাদ।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…