সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগপত্র দেওয়া হল। ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ১৫ তারিখ খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, MSME ১ কোটি ৩৬লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানান মমতা। দিল্লির সরকার কর্মসংস্থান চায় না। মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, এজেন্সি-রাজ চলছে।
এদিনের অনুষ্ঠানে আমলাদের সমন্বয়ের অভাবে অস্বস্তিতে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। পরে নিজে সময় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। যাঁরা এবার উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্স করেননি, তাঁদের আগামী জব ফেয়ারে উদ্যোগ নিতে পরামর্শ দেন মমতা।
আরও পড়ুন: পিএফ-গ্র্যাচুইটির দাবিতে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার
মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা দেশের মধ্যে কৃষিতে প্রথম, এবার লক্ষ্য শিল্প। তিনি বলেন, ৩৪ বছরে শিল্পকে তছনছ করেছে বামেরা। এদিন বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। এক্ষেত্রে MSME ১ কোটি ৩৬লক্ষ কর্ম সংস্থানের কথা উল্লেখ করেন মমতা। জানান, সরকারি স্কুলের (School) আড়াই কোটি ড্রেস (Dress) তৈরি হচ্ছে রাজ্যেই। শিল্পে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। একটি হেল্পলাইন চালু হচ্ছে যেখানে শিল্পক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে জানানো যাবে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিম্ন বুদিয়াদী শিক্ষায় দেশের মধ্যে প্রথম বাংলা। এছাড়া বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে সেরার শিরোপ পেয়েছে বাংলা। কন্যাশ্রী আগেই সম্মানিত। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। বিশ্বের মধ্যে সেরা সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে রাষ্ট্রসঙ্ঘের সম্মান পেয়েছে বাংলা। ২৩ মার্চ বার্লিনে সেই পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেই সম্মান গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন।