বাংলায় বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট!

Must read

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর পালনও হয়েছিল সেই অ্যাকাউন্ট খোলার। কিন্তু দশ বছরের শেষে এসে বেরিয়ে পড়ল তার কঙ্কালসার চেহারা। বাংলাতেই বন্ধ হয়ে গেল প্রায় ৯৫ লক্ষ জনধন অ্যাকাউন্ট (Pradhan Mantri Jan Dhan Yojana)। শুধুমাত্র কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা যেসব অ্যাকাউন্টে ঢুকত সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

গোটা দেশে প্রায় ৫৫ কোটি জনধন অ্যাকাউন্ট (Pradhan Mantri Jan Dhan Yojana) খোলানো হয়েছিল কেন্দ্র সরকারের উদ্যোগে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অধীনেই এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সহযোগিতা সাধারণ মানুষ পেতেন এই অ্যাকাউন্টে। একদিকে দুর্নীতিমুক্তভাবে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া এবং অন্যদিকে ভারতের সব প্রান্তে ব্যাঙ্কিং ব্যবস্থা পৌঁছেছে, তা প্রমাণ করতেই এই উদ্যোগ ২০১৪ সালে নিয়েছিল মোদি সরকার। ২০২৫-এ এসে তারই কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল।

আরও পড়ুন-পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, বাড়ল এনিউমারেশন ফর্মের ডেডলাইন

বাংলায় প্রায় ৯৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা ঢুকত। এই অ্যাকাউন্টগুলিতে রাজ্য বা অন্য কোনও প্রকল্পের টাকা লেনদেন হত না। তিন বছর ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। তার জেরে সেইসব অ্যাকাউন্ট এবার বন্ধ করে দিল ব্যাক কর্তৃপক্ষ।

চলতি আর্থিক বর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জনধন যোজনার নিষ্ক্রীয় অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রের চাপে এই বিপুল পরিমাণ বোঝা তারা চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। যদিও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বারবার আশ্বাস দিচ্ছিল এই অ্যাকাউন্টগুলি অকেজ হলেও বন্ধ হবে না। কিন্তু শেষ পর্যন্ত বন্ধ করার পথেই হাঁটলো ব্যাঙ্কগুলি। বাংলায় প্রায় আড়াই কোটি জনধন অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে মহিলারা এই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। ফলে সেইসব অ্যাকাউন্ট সচল থাকলেও মূলত পুরুষদের অ্যাকাউন্টগুলি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।

Latest article