গোয়ার ক্যালাঙ্গুটে সমুদ্র সৈকতে পর্যটকদের নৌকাডুবি, মৃত ১

আজ, বুধবার উত্তর গোয়ার ক্যালাঙ্গুট (Calangute) সমুদ্র সৈকতে একটি পর্যটক নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

Must read

আজ, বুধবার উত্তর গোয়ার ক্যালাঙ্গুট (Calangute) সমুদ্র সৈকতে একটি পর্যটক নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। লাইফগার্ড ইনচার্জ সঞ্জয় যাদব এই মর্মে জানিয়েছেন, ক্যালাঙ্গুটে সৈকতে একটি নৌকা ডুবে গেছে। ১৩ জনকে উদ্ধার করা গিয়েছে। যদিও সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে নৌকার নিচে আটকে থাকা একই পরিবারের প্রায় ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ৬ জনের মধ্যে একজন মারা গেছেন।

আরও পড়ুন-চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে এনে যৌন হেনস্থা

যদিও এখনই হঠাৎ এই নৌকাডুবির কারণ সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড, ক্যালাঙ্গুট পুলিশ, পিঙ্ক ফোর্স, এবং ট্রাফিক পুলিশ ইন্সপেক্টররা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবংতদন্তে সহায়তা করার জন্য ঘটনাস্থলে রয়েছেন।

Latest article