রক্তাক্ত কানাডার টরন্টো (Toronto)। লরেন্স হাইটস এলাকায় গুলিতে নিহত হয়েছেন ১ জন তবে আহতের সংখ্যা ইতিমধ্যেই ৫। সামনেই কানাডায় আয়োজিত হতে চলেছে জি ৭ বৈঠক। তার আগে এই হত্যাকাণ্ড স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ সূত্রে খবর ৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-রাজ্য পুলিশে বড়সড় রদবদল
জি ৭ বৈঠকে এবার যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ বছরের নরেন্দ্র মোদী এই বৈঠকে যোগ দিলেও এবার এই বৈঠকে যোগ দিচ্ছেন না। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে কানাডা ভারতের দিকে নিশানা করতেই দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই কূটনৈতিক অবস্থার মাঝে নরেন্দ্র মোদী এই সামিটে যোগদান নাও করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই জি ৭ বৈঠক ১৫ জুন থেকে কানাডায় শুরু হতে চলেছে, চলবে ১৭ জুন পর্যন্ত।
আরও পড়ুন-বিহারে বিনা চিকিৎসায় মৃত্যু ধর্ষিতা নাবালিকার, বিজেপির প্রশাসনকে ধিক্কার তৃণমূলের জনপ্রতিনিধিদের
প্রসঙ্গত, মেয়র ওলিভিয়া চাওয়ের কার্যালয় থেকে টরন্টো পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। টরন্টো পুলিশের মতে, এলাকায় গুলিবর্ষণের পর ৯১১ নম্বরে একাধিক বার ফোন করা হয়েছিল। কর্মকর্তারা সেখানে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই একজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজন পুরুষ এবং একজন মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে পুলিশ দ্রুত এলাকায় একটি কমান্ড পোস্ট স্থাপন করে দেয়। অফিসাররা প্রমাণ সংগ্রহ শুরু করে দিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে বিশদে জানার চেষ্টা চলছে। তদন্তের জন্য আপাতত ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে।
এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, এবং পুলিশ কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। টরন্টোতে গুলি চালানোর ঘটনাটি ঠিক কেন হয়েছে সেই বিষয়েও পুলিশের থেকে নিশ্চত কোন বিবরণ পাওয়া যায় নি।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…