দক্ষিণে বৃষ্টিতেও অস্বস্তি বাঁকুড়ায় বজ্রপাতে মৃত ১

বৃহস্পতিবার দুপুর গড়াতেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। এতে তাপমাত্রা খানিকটা কমলেও অস্বস্তি রয়েছে।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার দুপুর গড়াতেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। এতে তাপমাত্রা খানিকটা কমলেও অস্বস্তি রয়েছে। বাঁকুড়ায় প্রবল ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আশার কথা শুনিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

আরও পড়ুন-কলকাতায় এবার ক্রুজে চেপে গঙ্গা আরতি দর্শন

শনিবার ও রবিবার মালদা ও দুই দিনাজপুরে মাঝারি থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ায় সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কোতুলপুর সাঁইতাড়া গ্রামে মৃত্যু হয় একজন ৩৪ বছর বয়সি এক মহিলার। কেটে রাখা তিল ঘরে তোলার জন্য মাঠে গেলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। কোতুলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Latest article