সংবাদদাতা, নদিয়া : ৩২ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার জন্য ১১৪১ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিল জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলাশাসক অরুণ প্রসাদ। বাংলার নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রি করে ভাল মুনাফার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করতে বিভিন্ন মেলাকে কাজে লাগাচ্ছে রাজ্য সরকার। তাই প্রতি বছর রাজ্য তাঁদের জন্য ঋণের পরিমাণ বাড়াচ্ছে। ২২-২৩ আর্থিকবর্ষে জেলার ২৭,১০০-র বেশি স্বনির্ভর গোষ্ঠীকে ৭৮১ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও পড়ুন-নিজের হাতে গড়া কপ্টারে উড়ান-স্বপ্ন সফলের পথে নাদনঘাটের রেজাউল
গত বছর জেলায় ৫৯ হাজার স্বনির্ভর গোষ্ঠী থাকলেও এখন সংখ্যাটা বেড়েছে। এর মধ্যে গ্রামোন্নয়ন দফতরের অধীনে আনন্দধারা প্রকল্পে ৫০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। তাই গত আর্থিকবর্ষের অনুমোদন এবার বেড়ে ১১৪১ কোটি টাকা করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে রিভিউ মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়। গত কয়েক বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রত্যেকেই ব্যবসা করে তাঁদের মুলধন অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। তাঁরা কাঁথাস্টিচ, মাছচাষ, সফট টয়, শান্তিপুরের তাঁতের শাড়ি, জামদানি, জুয়েলারি, কাঠের বিভিন্ন শিল্পকর্ম, পশুপালন, খাদ্যদ্রব্য-সহ একাধিক প্রকল্পে যুক্ত। ডিআরডিসি প্রকল্পের আনন্দধারায় তাঁদের ঋণ দেওয়া হয় ২০০ ব্যাঙ্কের মাধ্যমে। নদিয়ায় এই প্রথম ডবলুবিএনআরএলএম স্কিমে ৮ হাজার মহিলাকে ১ লাখ টাকা করে লোন দেওয়া হবে। সেক্ষেত্রে তাঁকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে। সেই সঙ্গে তাঁদের ব্যবসাও থাকা দরকার বলে জানান জেলাশাসক অরুণ প্রসাদ। তিনি জানান, এবার নদিয়ায় ৩২,০০০ স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার জন্য ১১৪১ কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি এবারই প্রথম জেলার ৮০০০ মহিলাকে ১ লাখ করে ঋণ দেওয়া হবে।