অস্ত্র-কার্তুজ কাণ্ড গ্রেফতার আরও ১

Must read

প্রতিবেদন : জীবনতলায় কার্তুজ উদ্ধারকাণ্ডে এবার গ্রেফতার বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। রবিবার রাতে বারুইপুর থানার চম্পাহাটি খ্রিস্টানপাড়া থেকে শান্তনু সরকার নামে ওই কর্মীকে এসটিএফ গ্রেফতার করে। তাদের সন্দেহ, শান্তনু দোকান থেকে কার্তুজ-পাচার করত। সঙ্গে বেআইনিভাবে অস্ত্রও বিক্রি করত। এসটিএফ দোকানের স্টক মিলিয়ে দেখতে গিয়ে মজুত কার্তুজের হিসাবে প্রচুর গরমিল পেয়েছে। তাতেই সন্দেহ এই পাচার-করা কার্তুজ পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। শান্তনুর গ্রেফতারের খবরে তার মা বলেন, ২০০৪ সাল থেকে কলকাতার বন্দুকের দোকানে সে কাজ করত। কী জন্য তাকে গ্রেফতার, তা তাঁরা জানেন না। শুক্রবার জীবনতলায় এসটিএফ হাজি রশিদ মোল্লার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছিল।

আরও পড়ুন- বিধানসভায় অভব্যতা সাসপেন্ড গদ্দার-সহ ৪ বিজেপি বিধায়ক

Latest article