সংবাদদাতা, বনগাঁ : বাংলা বলায় হরিয়ানায় আক্রান্ত বাংলার (West Bengal) পরিযায়ী শ্রমিক। বাংলা বলার অপরাধে মারধর, তদন্তের নামে হয়রানি, গালাগাল এমনকী হরিয়ানা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হরিয়ানা পুলিশ। আতঙ্কে পরিবার নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে এলেন সাধন দাস নামে শ্রমিক। তাঁর বাড়ি বনগাঁ দক্ষিণ বিধানসভার দিখারি গ্রাম পঞ্চায়েতের কনকপুরে। এই অন্যায়ের প্রতিবাদে সাধন দাসের পাশে দাঁড়িয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি সাংবাদিক বৈঠক করে হরিয়ানার বিজেপি সরকার ও সেখানকার পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন।