কালীপুজোর আগেরদিনই মধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ১ শ্রমিকের মৃত্যুর হয়েছে বলে স্থানীয় সূত্র খবর। দমকলের বেশ ৩টি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা চলছে। অগ্নিদগ্ধ বাকি ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
আরও পড়ুন- মধ্যপ্রদেশে পরপর মৃত্যু ৭টি হাতির! শুরু তদন্ত
স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলায় আচমকা আগুন লাগে বারাসতের ওই তেলের কারখানায়। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। ভিতরে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা।
প্রথমে তিনটি ইঞ্জিনের পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও কারখানার ভেতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার কর্মী ও স্থানীয়রাও। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি খতিয়ে দেখছে দমকলও। তবে ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কারখানা কর্তৃপক্ষর।