দেশবিরোধী পোস্ট, গ্রেফতার ১ যুবক

প্রতিবেশীদের চোখে পড়তে তারা প্রবল ক্ষুব্ধ হয়ে থানায় যুবকটির নামে লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

Must read

প্রতিবেদন : পাকিস্তানের অমানবিক ও অনৈতিক হামলার জেরে ভারতের বহু সাধারণ নিরপরাধ নাগরিক ও শিশু মারা গিয়েছে। দু-দেশের সম্পর্ক যখন তিক্ততার পর্যায়ে ভারত পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিচ্ছে। সেই সময়ে সামাজিক মাধ্যমে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লিখে প্রচার করেছিল এক যুবক। প্রতিবেশীদের চোখে পড়তে তারা প্রবল ক্ষুব্ধ হয়ে থানায় যুবকটির নামে লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথীতে ১ বছরে ৬ হাজার অস্ত্রোপচার, ২০৯১ কোটির পরিষেবা দিল রাজ্য

বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকার ঘটনা। পেশায় হকার ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চাঁদপুরে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজত দিয়েছেন। গত তিন বছর বাঁকুড়াতেই সে কর্মসূত্রে থাকছিল। বড়জোড়ার কলেজ মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে। দিন কয়েক আগে সে প্রোফাইল থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখে। যদিও ওই যুবক অন্য নামে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ব্যবহার করে বলে খবর। জানাজানি হতেই প্রোফাইলের ছবি মিলিয়ে খোঁজখবর করলে দেখা যায়, ওই হকার যুবকই এই কাজ করেছে।

Latest article