আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল ১০ চুক্তি

প্রতিবেদন: বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিক্যাল ই-ভিসা সুবিধা এবং রংপুরে একটি সহকারী হাই কমিশন খুলবে ভারত। শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে উভয় দেশ। তিস্তা নদীর জল ভাগ করে নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি প্রযুক্তিগত দল পাঠানোর বিষয়েও সম্মত হয় দুই প্রতিবেশী। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায়কে ছাড়া এই আলোচনা কীভাবে সম্ভব? কারণ, তিস্তার মূল স্রোতই বাংলায়। রাজ্যের কৃষ্টি এবং সংস্কৃতিরও অঙ্গ এই তিস্তা। এই নদীর জল ভাগাভাগির বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ জননেত্রীর মতামত। তাঁর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই আলোচনা শুধু অর্থহীনই নয়, অবৈধও বটে।

আরও পড়ুন-দিনের কবিতা

শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ১০টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। দু’দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হওয়া একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে অন্যতম, ভারত-প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি-ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে। ডিজিটাল অংশীদারিত্ব, সবুজ অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা এবং নীল অর্থনীতি, মহাকাশ সহযোগিতা, রেল সংযোগ, সমুদ্রবিদ্যা, প্রতিরক্ষা এবং কৌশলগত অপারেশন স্টাডিজ, স্বাস্থ্য ও ওষুধ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্যচাষ সংক্রান্ত নতুন চুক্তিতেও স্বাক্ষর করেন দু’দেশের প্রতিনিধিরা।
হাসিনার সফরসঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ, ‘অ্যাম্বাসাডাডর অ্যাট লার্জ’ মহম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সলমন ফজলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, মুখ্য সচিব মহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আবদুর রউফ তালুকদার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিম-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

10 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

18 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

24 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

33 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago