প্রতিবেদন : হাওড়ার (Howrah) সালকিয়ার (Shalkia) মালিপাঁচঘড়া থানা এলাকার একটি বেসরকারি হোম থেকে শিশুদের বিক্রি করে দেওয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতদের মধ্যে রয়েছেন দেবকুমার ভট্টাচার্য (DebKumar Bhattacharya) নামে এক ডব্লুবিসিএস অফিসার। শনিবার হাওড়া (Howrah) সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এবং মহিলা থানা যৌথভাবে তল্লাশি চালায় ওই হোমে। ১০ জনকে গ্রেফতার করে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে হোমটি সিল করে দেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন গীতশ্রী অধিকারী (Gitashree Adhikari) নামে এক মহিলাও।
জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তি ওই হোমের বিরুদ্ধে নবান্নে অভিযোগ দায়ের করেন। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ (Police)। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে শিশুদের উদ্ধার করে নিয়ে এসে স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত ওই হোমে রাখা হত। তারপর অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিপুল টাকার বিনিময়ে বেআইনিভাবে তাদের দত্তক দেওয়া হত। দত্তক দেওয়ার সময় মোটা টাকা লেনদেন হত।