রবিবার সন্ধ্যায় শিবগঙ্গা জেলার কুম্মাঙ্গুডির কাছে তামিলনাড়ুর (TamilNadu) দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পিল্লাইয়ারপট্টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে, তিরুপত্তুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন এদিনের ঘটনায়। স্থানীয়দের এবং সহযাত্রীদের সাহায্যে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, একটি বাস তিরুপুর থেকে কারাইকুডি যাচ্ছিল, অন্যটি কারাইকুডি থেকে ডিন্ডিগুল জেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, একটি বাস সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে সারি সারি মৃতদেহ পড়ে আছে। একজন মহিলা মাটিতে বসে ছিলেন এবং তাঁর কপাল থেকে রক্ত ঝরছিল।
আরও পড়ুন-দিঘার জগন্নাথ মন্দির থেকেই তিনবেলার খাবার
জরুরি পরিষেবার দল আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশ জানিয়েছে হাসপাতালে ভর্তি ব্যক্তিদের থেকে ঘটনার আরও বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছে তারা। প্রসঙ্গত, গত সোমবার সকালে তামিলনাড়ুর তেনকাসিতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের ও আহত হয়েছেন ২৮ জন। স্থানীয়রা জানিয়েছিলেন সেনকোট্টাইগামী বাসটি বেপরোয়া ভাবে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসটিকে ধাক্কা মারে। এর ফলেই ৬ জন মারা গিয়েছেন বলে অভিযোগ ছিল তাঁদের। রবিবারের ঘটনাও বেপরোয়া গতির ফলে না নেপথ্যে অন্য কোন কারণ আছে খতিয়ে দেখা হচ্ছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…