ট্রাক-বাস সংঘর্ষে NH-48-র উপরে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০, আহত ২০

বড়দিনে (Christmas) ভয়াবহ দুর্ঘটনা।

Must read

বড়দিনে (Christmas) ভয়াবহ দুর্ঘটনা। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে বাসে আগুন ধরে যাওয়ায় বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে তবে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আহত কমপক্ষে ২০ জন। এদিন রাত দুটোর সময় ৪৮ নম্বর জাতীয় সড়কের উপরে কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর একটি ট্রাক ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে। এরপরেই উল্টোদিক থেকে আসা একটি এসি বাসে ধাক্কা মারে ট্রাকটি। নিমেষের মধ্যেই বাসে আগুন ধরে যায়।

সি বার্ড নামের বেসরকারি সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসে ৩২ জন যাত্রী ছিলেন। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে যখন সংঘর্ষের পরই বাসে একের পর এক বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২০ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। কয়েকজনের অবস্থা রীতিমত সঙ্কটজনক। উদ্ধারকাজ চলছে। কিন্তু ঠিক কীভাবে ট্রাক অন্য লেনে চলে এল এবং সংঘর্ষের পর বাসে কীভাবে আগুন ধরে গেল, সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই অবস্থায় আহত এক যাত্রী জানিয়েছেন ধাক্কা লাগার পরেই আতঙ্কে সবাই চিৎকার করছিল। আর তারপরেই চারপাশে আগুন জ্বলে যায়। এমনকি দরজা খুলছিল না তাই কয়েকজন জানালা ভেঙে বেরিয়ে যান। বাকি যাত্রীদেরও বাঁচানোর চেষ্টা চলছিল কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে কিছু করা যায়নি। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে তেলঙ্গানাতেও একইভাবে দুর্ঘটনায় বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই বারংবার এই ধরণের দুর্ঘটনায় বেসরকারি বাসের রক্ষনাবেক্ষন নিয়ে প্রশ্ন উঠছে।

Latest article