বৃষ্টি-বন্যায় জেরবার তামিলনাড়ুবাসী (Tamil Nadu)। ঘূর্ণিঝড় ফেনজল দুর্বল হয়ে যাওয়ার একদিন পরেও তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরি জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত। মৌসম ভবন ‘হলুদ’ সতর্কতা জারি করেছে তামিলনাড়ুর ১৫টি জেলায়। এর জেরে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
জলমগ্ন রাস্তায় আটকে পড়া মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া এবং উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। সবরকম পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
ভারি বৃষ্টিপাত এবং বন্যার জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে কয়েকজনের প্রানহানির ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন- সচেতনতা বাড়াতে জোর দিচ্ছে রাজ্য সরকার, প্রকাশিত কমিক্স বই