বছরের প্রথম দিনই ১০ জনকে পিষে দিল ট্রাক! আমেরিকায় জেহাদি হামলা

Must read

জেহাদি হামলা। বছরের প্রথম দিনই আমেরিকায় ঝড়ল রক্ত। আমেরিকার নিউ অরলিন্স (New Orleans) শহরে বরবন স্ট্রিটে জনতাকে পিষে দিল একটি ট্রাক। মানুষকে চাপা গিয়ে ট্রাকটি থামিয়ে ট্রাক থেকে নেমে চালক অ্যাসল্ট রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করে। সেই সময় চালকের পরনে ছিল বুলেটপ্রুফ ভেস্ট। এই ঘটনায় মৃত্যু হয়েছে একাধিকের।

আরও পড়ুন- প্রতিকূলতাকে জয় করার নতুন বছর: শুভেচ্ছা বার্তা অভিষেকের

নিউ অরলিন্স (New Orleans) শহরে সেলিব্রেশনের মাঝেই এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৩০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ অরলিন্স পুলি বলছে এই হামলা ইচ্ছাকৃত। তবে এখনও ট্রাক-চালক অধরা।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) ভোর তিনটে পনেরো নাগাদ। ট্রাক চালক গুলি ছুড়তে শুরু করলে তাকে লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি চালায়।

Latest article