মহাকুম্ভে (Maha Kumbh Accident) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর প্রদেশের প্রয়াগরাজে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ১০জনের। শনিবার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে ১৯ জন।
চারচাকা গাড়িতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন ভক্তরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটে অঘটন (Maha Kumbh Accident)।
এখনও চলছে উদ্ধারকাজ। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়ক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও এখনও এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।