প্রতিবেদন : অন্যদিনের মতো রবিবার সকালেও কাজ শুরু হয়েছিল নুডলস তৈরির এক কারখানায়। সবেমাত্র শ্রমিকরা হাজির হয়েছিলেন। হঠাৎই প্রবল বিস্ফোরণের শব্দ৷ বিস্ফোরণের তীব্রতায় কারখানা চত্বর তো বটেই, আশপাশের এলাকাও কেঁপে উঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-ওমিক্রনের মোকাবিলায় প্রস্তুত রাজ্য স্বাস্থ্য দফতর
রবিবার বিহারের মুজফফরপুরে নুডলস তৈরির কারখানায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই কারখানার একাংশে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই প্রাণ হারান একাধিক শ্রমিক৷
প্রাথমিক তদন্তে অনুমান, বয়লার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। এদিন রবিবার হওয়ায় কারখানা সংলগ্ন এলাকায় ভিড় ছিল কিছুটা কম। তবে কারখানার ভিতরে অন্য দিনের মতোই কাজ চলছিল। এ সময় আচমকাই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন-পুণ্যার্থীদের স্নান করাবে ড্রোন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থেকে দেড়-দু’ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। কারখানা সংলগ্ন এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ির কাচ ভেঙে পড়েছে। প্রবল বিস্ফোরণে ওই কারখানার ছাদের একাংশ উড়ে যায়। ভেঙে পড়ে একটি পাঁচিল। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বাকিদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷