প্লাস্টিক অভিযানে ১০ লাখ জরিমানা

প্লাস্টিক ক্যারিব্যাগ-বিরোধী অভিযান অনেকটাই সফল হওয়ায় এবারে নিষিদ্ধ থার্মোকলের বিরুদ্ধেও অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ।

Must read

প্রতিবেদন : বেআইনিভাবে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানাবাবদ এখনও পর্যন্ত ১০ লক্ষ টাকার বেশি আদায় করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এর মধ্যে ৬ লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে। বাকিটা এসেছে দোকানে অভিযান চালিয়ে। প্লাস্টিক ক্যারিব্যাগ-বিরোধী অভিযান অনেকটাই সফল হওয়ায় এবারে নিষিদ্ধ থার্মোকলের বিরুদ্ধেও অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ।

আরও পড়ুন-অগাস্ট পর্যন্ত চলবে কলেজে ভর্তি-প্রক্রিয়া

লক্ষণীয়, ‘দ্য প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডেড রুলস ২০২১’ প্লাস্টিকের পাশাপাশি থার্মোকলকেও নিষিদ্ধ ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে, থার্মোকলের কন্টেনারে রাখা খাদ্য বা পানীয় সংক্রমণের কারণ হতে পারে। এই ধরনের পাত্র সূর্যালোকের সংস্পর্শে এলে তা বায়ুদূষণেরও কারণ হতে পারে। ব্যাপক প্রভাব পড়তে পারে ওজন-স্তরে। এদিকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরামর্শে বেশ কয়েকটি বাজারে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা।

Latest article