প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পে ঘুচছে বেকারত্ব। এগিয়ে চলেছে বাংলা। তার প্রমাণ ‘উৎকর্ষ বাংলা’র পরিসংখ্যানই। বাংলার ১০ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের কারিগর ওই প্রকল্প। মুখ্যমন্ত্রী এবার বাজেট পেশের পর সেই সাফল্যের কথা তুলে ধরেন সাংবাদিক বৈঠকে। সেই পরিসংখ্যান তুলে ধরা হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।
বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-জমি আন্দোলনের ভুয়ো মামলা কোর্টে, হাত মিলিয়ে বিজেপি-সিপিএম চক্রান্ত
মুখ্যমন্ত্রীর উদ্যোগেই উৎকর্ষ বাংলার প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হয়েছে একাধিক শিল্পক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় জানান, আমরা আইটিআই ও পলিটেকনিকের সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। ইন্ডাস্ট্রিগুলোর যেমন দক্ষ লোক প্রয়োজন, তারা এখান থেকে নিচ্ছে। সেজন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে। এই প্রক্রিয়ায় ১০ লক্ষ চাকরি হয়ে গিয়েছে। আরও অন্তত পাঁচ লক্ষ প্রসেসে আছে।
আরও পড়ুন-বিজেপি নেতার কুকীর্তি, মা-মেয়ের শ্লীলতাহানি
মুখ্যমন্ত্রী কথায়, আমরা জব ক্রিয়েট করি। ইন্ডাস্ট্রি আর ‘উৎকর্ষ বাংলা’কে মিলিয়ে দিই। যাতে বাংলার যুবক-যুবতীরা চাকরিটা পায়। বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে ওপেন অফার রয়েছে উৎকর্ষ বাংলা থেকে লোক নেওয়ার। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৪৭ লক্ষ প্রশিক্ষণ পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শিক্ষাক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা। এর আগে ধনধান্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলার সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের উদ্যোগে চালু হওয়া শিক্ষামূলক অন্যান্য প্রকল্পগুলির সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। রাজ্য সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে কোন কোন নতুন প্রকল্পে কী কী সুযোগ রয়েছে তা সবিস্তারে জানান। বাংলার মা-মাটি-মানুষের সরকার ৫০০টি আইটিআই, পলিটেকনিক তৈরি করেছে। যেখানে ট্রেনিং দেওয়া হয়। উৎকর্ষ বাংলাও করেছি। সেই প্রকল্পে ইন্ডাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। ফলে কোনও সংস্থা কর্মী নিয়োগ করতে চাইলে, উৎকর্ষ বাংলা থেকেই কর্মী নিয়োগ করতে পারে।