শুক্রবার ছত্তিসগড়ের সুকমায় অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন ১০ জন মাওবাদী (Maoist)। শুক্রবার যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ৬ জন মহিলা আছেন বলে পুলিশ সূত্রে খবর। বস্তার এলাকার পুলিশের আইজি সুন্দররাজ পাটিলিঙ্গম এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, একটি AK-47 রাইফেল, দু’টি এসএলআর, একটি .৩০৩ রাইফেল, একটি বিজেএল লঞ্চার এবং একটি স্টেনগান নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-শীতের শহরে উড়ছে নাটকের সংলাপ
জানা গিয়েছে, শুক্রবার যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মাথার দাম ছিল ৩৩ লক্ষ টাকা। পুনা মারঘাম প্যাকেজ প্রকল্পেই আত্মসমর্পণ করেছেন তাঁরা। বস্তার এলাকায় একের পর এক মাওবাদী আত্মসমর্পণ করার ফলে ওই এলাকায় শান্তি এবং বিশ্বাস এবং উন্নয়নের পরিবেশ ফিরে আসছে বলেও মনে করা হচ্ছে বিভিন্ন মহলে। ছয় জন মহিলা মাওবাদী পরে সুকমার ‘বায়ন ভাটিকা’ পুনর্বাসন কেন্দ্রে চারা রোপণ করেন। সমাজের মূল স্রোতে ফিরে আসার প্রতীক হিসেবে তাঁরা এই কাজ করেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বস্তার রেঞ্জের পুলিশের আইজি জানিয়েছেন গত ১১ মাসে ওই এলাকায় আত্মসমর্পণ করেছেন ১৫২০ জন মাওবাদী সদস্য। এখনও যাঁরা আত্মসমর্পণ করেননি তাঁদের মধ্যে মাওবাদী পলিটব্যুরো সদস্য দেবজি এবং দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য পাপ্পা রাও এবং বারসে দেবা আছেন। পুলিশ আধিকারিকরা মনে করছেন তাঁদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই।

