প্রতিবেদন : আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে জটিলতা কাটল। তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের দিনই হবে ডার্বি (Kolkata Derby)। সূচি অনুযায়ী ১০ মার্চ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে পরিবর্তন হচ্ছে ম্যাচের সময়ের। সন্ধ্যা ৭.৩০ মিনিটের পরিবর্তে খেলা শুরু হবে রাত ৯টায়। পুলিশের অনুমতিও মিলেছে। দরকার শুধু এফএসডিএলের সবুজ সংকেত। পুলিশের চিঠি পেলে সরকারিভাবে ডার্বি (Kolkata Derby) শুরুর সময় জানাবে এফএসডিএল। তবে দর্শকদের সুবিধার কথা ভেবে ম্যাচ আধ ঘণ্টা এগিয়ে আনার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছে ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল।
আইএসএলের আয়োজক এফএসডিএলও চায় ডার্বি রাত ৮টা বা ৮.৩০ মিনিটে শুরু হোক। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা খুশি যে ডার্বি নির্দিষ্ট দিনে যুবভারতীতেই খেলতে পারছি। তবে পুলিশ রাত ৯টায় ম্যাচ শুরুর কথা জানিয়েছে। আমরা অনুরোধ করেছি, দর্শক সাধারণের কথা মাথায় রেখে যাতে ম্যাচ সাড়ে ৮টায় শুরু করা যায়। আধ ঘণ্টা এগিয়ে এলেও অনেক সুবিধা সাধারণ মানুষের। ৮টা হলে তো আরও ভাল হয়।’’
ব্রিগেড সমাবেশের কারণে ফিরতি ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পুলিশের আপত্তিতে ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এফএসডিএল। কিন্তু ইস্টবেঙ্গল চিঠি দিয়ে তাদের জানিয়ে দিয়েছিল, কলকাতা ডার্বি তারা কলকাতাতেই খেলবে। শেষ পর্যন্ত জট কাটল। এদিকে, এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে সোমবার মারগাঁও পৌঁছল ইস্টবেঙ্গল। বুধবার ম্যাচ। দলের সঙ্গে গেলেন সাউল ক্রেসপো। ৬ ম্যাচ পর ৬ বিদেশিকে পাবেন কোচ কার্লেস কুয়াদ্রাত।