বিনোদন

অস্কারে সেরা

স্বপ্নপূরণের রাত। ৫৩ বছর বয়সি ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলানের জন্য। এর আগে কয়েকবার মনোনীত হয়েছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পাননি। আক্ষেপটা তাঁকে কুরে-কুরে খেত৷ অবশেষে ১০ মার্চ মুঠোবন্দি করলেন সোনার পুতুল। লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর হাতে উঠল সেরা পরিচালকের অস্কার পুরস্কার (Oscar 2024)। ২০২৩-এর রিলিজ ‘ওপেনহাইমার’-এর জন্য। এর ফলে তাঁর সাফল্যের বৃত্ত যেন সম্পূর্ণ হল। প্রথম অস্কার হাতে আবেগতাড়িত হয়ে পড়েন নোলান। ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে৷ সেইসঙ্গে বলেন, ‘‘তাঁদের প্রতি আমার অসীম ভালবাসা, যাঁরা আমার জন্য এখানে আছেন, আমার পুরো ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন।’’

শুধু তিনি নিজে নন, তাঁর পরিচালিত ‘ওপেনহাইমার’ অস্কার-মঞ্চে নির্বাচিত হয়েছে সেরা ছবি। এছাড়াও পেয়েছে সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্কোরেও পুরস্কার। সবমিলিয়ে মোট সাতটি। ছবিটি তাত্ত্বিক পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের জীবন অবলম্বনে তৈরি। যিনি প্রথম পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করেছিলেন। নির্মিত হয়েছে কাই বার্ড এবং মার্টিন জে শেরউইন রচিত ২০০৫ সালের আমেরিকান প্রমিথিউসের উপর ভিত্তি করে।
‘ওপেনহেইমার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ৪৭ বছর বয়সি আইরিশ অভিনেতা সিলিয়ান মারফি প্রথমবার পেলেন সেরা অভিনেতার পুরস্কার। তিনি এই সাফল্য শান্তি স্থাপনকারীদের প্রতি উৎসর্গ করেছেন। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন হলিউড তারকা এমা স্টোন। দ্বিতীয় বারের জন্য তিনি পেলেন অস্কার। প্রথম অস্কার পেয়েছিলেন ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য। এবার পুরস্কৃত হলেন ‘পুওর থিংস’ ছবির জন্য। পুরস্কার নিতে উঠে ঘটে যায় পোশাক বিভ্রাট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার (Oscar 2024) জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ‘ওপেনহাইমার’ ছবির জন্য। স্ত্রীকে পুরস্কার উৎসর্গ করে বলেন, ‘‘আমি মাদকাসক্ত হয়ে পড়েছিলাম। স্ত্রী আমাকে নতুন জীবন দিয়েছেন।’’
সেরা পার্শ্ব অভিনেত্রীর মুকুট উঠেছে ডে’ভাইন জয় র্যা ন্ডলফের মাথায়। ‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় নৈপুণ্য দেখিয়ে তিনি পুরস্কার জেতেন। এছাড়াও ‘ওপেনহেইমার’ -এর চিত্রগ্রাহক হোয়েতে ভ্যান হোয়েতেমা পুরস্কার জিতেছেন সেরা চিত্রগ্রাহক বিভাগে। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। এছাড়া ‘ওপেনহাইমার’ সিনেমায় সেরা মৌলিক আবহসংগীতের জন্য অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন। সেরা মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে অস্কার পেয়েছে জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারির ‘অ্যানাটমি অব আ ফল’। সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে কর্ড জেফারসনের ‘আমেরিকান ফিকশন’, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকির ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র যুক্তরাজ্যের ‘দ্য জোন অব ইন্টারেস্ট, সেরা পোশাক পরিকল্পনা হলি ওয়াডিংটনের ‘পুওর থিংস’। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে ইউক্রেনের ‘টোয়েন্টি ডেইস ইন মারিউপোল’, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বেন প্রাউডফুট এবং ক্রিস বাওয়ার্সের ‘দ্য রিপেয়ার শপ’, সেরা সাজসজ্জার জন্য পুরস্কার জিতেছেন ‘পুওর থিংস’ সিনেমার নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার। আসরে সেরা মৌলিক গান নির্বাচিত হয়েছে ‘বার্বি’ সিনেমার ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি। ‘পুওর থিংস’ সিনেমার জেমস প্রাইস, শ্যন হিথ ও জুজা মিহাল পেয়েছেন সেরা শিল্প নির্দেশনা পুরস্কার (Oscar 2024)। জনি বার্ন, টার্ন উইলার্সের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমা এবারের অস্কারের সেরা শব্দের পুরস্কার জিতেছে। সেরা ভিজ্যুয়াল এফেক্টস পুরস্কার জিতেছে ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমাটি। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ওয়েস অ্যান্ডারসন ও স্টিভেন রালসের ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’ সিনেমাটি। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ডেভ মালিন্স ও ব্র্যাড বুকারের ‘ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো’।
এবার ভারতে এল না একটিও অস্কার। ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়েছিল। তবে সাফল্য পায়নি। স্মরণ করা হয়েছে ভারতের প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাইকে। গত বছরের অগাস্টে মৃত্যু হয় তাঁর৷ সম্মানসূচক অস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, মার্কিন কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন। ঘটনাবহুল আসরটি ছিল উপভোগ্য।

আরও পড়ুন- একাদশ-দ্বাদশের পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন

অস্কারের অলটাইম টপ ১০
দ্য গডফাদার : ১৯৭২ সালে মুক্তি। ১৯৭৩ সালে সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার লাভ। পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা। অভিনয় করেন মার্লোন ব্র্যান্ডো এবং এল পাসিনো।

শিন্ডলার্স লিস্ট : ১৯৯৩ সালে মুক্তি। ১৯৯৪ সালে সেরা চলচ্চিত্র-সহ মোট ৭টি ক্যাটাগরিতে অস্কার। পরিচালক স্টিভেন স্পিলবার্গ। অভিনয় করেন লিয়াম নিসন, রালফ ফিয়েনেস-সহ আরও অনেকে।

লর্ড অব দ্য রিংস : দ্য রিটার্ন অব দ্য কিং : পরিচালক পিটার জ্যাকসন। ২০০৩ সালে মুক্তি। ২০০৪ সালে সেরা চলচ্চিত্র-সহ ১১টি ক্যাটাগরিতে অস্কার।

দ্য গডফাদার পার্ট টু : ‘দ্য গডফাদার’-এর সিক্যুয়াল। মুক্তি ১৯৭৪ সালে। পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা। অভিনয়ে আল পাসিনো, রবার্ট ডি নিরো। ১৯৭৫ সালে সেরা চলচ্চিত্র-সহ ৬টি ক্যাটাগরিতে অস্কার।

ফরেস্ট গাম্প : ১৯৯৪ সালে মুক্তি। ড্রামা এবং রোমান্স ঘরানার ছবি। পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস। অভিনয়ে টম হ্যাঙ্কস, রবিন রাইট, গ্যারি সিনিস, স্যালি ফিলড-সহ অনেকে। ১৯৯৫ সালে সেরা চলচ্চিত্র-সহ ৬টি ক্যাটাগরিতে অস্কার।

ওয়ান ফ্লিউ ওভার দ্য কুক্কু’স নেস্ট : ১৯৭৫ সালে মুক্তি। পরিচালক মাইলোস ফোরম্যান। অভিনয়ে জ্যাক নিকোলসন, লুইস ফ্লেচার, মাইকেল বেরিম্যান, পিটার বরোক্কো। ১৯৭৬ সালে সেরা চলচ্চিত্র-সহ মোট ৫টি ক্যাটাগরিতে অস্কার।

দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস : ১৯৯১ সালে মুক্তি। পরিচালক জোনাথন ডিমি। ১৯৯২ সালে সেরা চলচ্চিত্র-সহ মোট ৫টি ক্যাটাগরিতে অস্কার। অভিনয়ে জোডি ফস্টার, অ্যান্থনি হপকিন্স, স্কট গ্লেনম টেড লেভিন।

প্যারাসাইট : ২০১৯ সালে মুক্তি। কোরিয়ান ছবি। ইংরেজির বাইরে ভিন্ন ভাষার সিনেমা হিসাবে প্রথমবারের মতো অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। আরও তিনটি ক্যাটাগরিতে। পরিচালনা করেছেন বং জু হ।

গ্ল্যাডিয়েটর : ২০০০ সালে মুক্তি। পরিচালক রিডলি স্কট। অভিনয়ে রাসেল ক্রো, জোয়াকুইন ফোনিক্স, কনি নিয়েলসন ও অলিভার রিড। ২০০১ সালে সেরা চলচ্চিত্র-সহ মোট ৫টি ক্যাটাগরিতে অস্কার পায়।

দ্য ডিপার্টেড : ২০০৬ সালে মুক্তি। পরিচালক মার্টিন স্করসেজি। অভিনয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও, ম্যাট ড্যামন, জ্যাক নিকলসন, মার্ক ওয়ালবার্গ। ২০০৭ সালে সেরা চলচ্চিত্র-সহ মোট চারটি ক্যাটাগরিতে অস্কার জেতে।

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

1 minute ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

32 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

52 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago