ধসে বিপর্যস্ত পাহাড়, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, তৎপরতা প্রশাসনে

সমতলে স্বস্তির বৃষ্টি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কোথাও স্বস্তি, কোথাও বিপর্যয়! উত্তরের আবহাওয়া এমনই। তাপমাত্রার সর্বকালীন রেকর্ড গড়ে আরামের বৃষ্টি (Rainfall) নেমেছে শিলিগুড়িতে। ফলে পারদ পতন হয়েছে ৬ ডিগ্রি। ৪০ থেকে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৪ ডিগ্রিতে। এদিকে, অতি-বৃষ্টিতে পর পর ধসে বিপর্যস্ত পাহাড়। ১০ নম্বর জাতীয় সড়কের হাল ফিরছেই না। খোলা হলেও ফের বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার ১০ নম্বর জাতীয় সড়ক খুললেও বুধবার ধসের জেরে ফের বন্ধ হয়ে যায়। বিপজ্জনক অবস্থায় রয়েছে জাতীয় সড়ক দশের বিভিন্ন জায়গাগুলি। মঙ্গলবার গভীর রাতে অতি-বৃষ্টিতে পাহাড়ে ফের ধস। তার জেরে বন্ধ রয়েছে যান চলাচল। একাধিক জায়গায় ধসের ফলে ধসে গিয়েছে রাস্তার একটি বড় অংশ। বড়োঝোরা, সেলফিদাড়া, বিরিকদাড়া দুই থেকে তিনটি স্পট আগেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রসঙ্গত এই জায়গাগুলি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হলেও আরও ৩০ থেকে ৩৫টি জায়গা নতুন করে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ইতিমধ্যে এই বিষয়ে কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পান্ডে জানান সারারাতের তুমুল বৃষ্টির কারণেই একাধিক জায়গায় ধসের সৃষ্টি তার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তবে পর্যটকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা আছে। লাভা-লোলেগাঁও হয়ে ফেরানো হচ্ছে পর্যটকদের। অতি-বৃষ্টির (Rainfall) কারণে দার্জিলিংয়ে বুধবার সকাল পর্যন্ত জলমগ্ন থাকলেও বেলা বাড়তেই নেমে যায় জল। পরিস্থিতি স্বাভাবিক করতে পুরসভা তৎপরতার সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন- এবারও বিশ্ববাংলা সেরা পুজোর স্বীকৃতি কলকাতা ও জেলা জুড়ে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে পুজো কমিটি

Latest article