প্রতিবেদন: সম্ভবত অভূতপূর্ব ঘটনা। বন্যায় একসঙ্গে এত বন্যপ্রাণের মৃত্যু সাম্প্রতিক অতীতে ঘটেছে কি? অসমের সাম্প্রতিক বন্যাকে কেন্দ্র করে এখন মাথাচাড়া দিয়েছে এই প্রশ্নই। রাজ্যের বন দফতর সূত্রেই জানা গিয়েছে, এবারের বন্যায় ১০টি গন্ডার-সহ ২০০টি পশু-পাখির মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ১০টি গন্ডার, ১৭৯টি বিলুপ্তপ্রায় বরা বা প্যারা হরিণ, বারশিঙ্গা হরিণ, একটি ম্যাকাও, ২টি অন্য পাখি, একটি পেঁচা এবং ২টি সম্বর হরিণ। সবমিলিয়ে বেশ বড়সড় ক্ষতি। পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবীবিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একাংশ ও ৪৬টি নজরদারি শিবির এখনও পুরোপুরি জলে ডুবে রয়েছে।
আরও পড়ুন-কেদারনাথ মন্দিরে গায়েব ২২৮ কেজি সোনা, শঙ্করাচার্য
আসলে প্রায় মাসদুয়েক ধরে অতিবৃষ্টির ফলে ব্রহ্মপুত্র-সহ অন্যান্য নদনদী ফুঁসে উঠছে। ফলে কমবেশি বন্যার কবলে পড়েছে প্রায় ৩০টি জেলা। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ১৩০০ বর্গকিমি এলাকার কাজিরাঙা জঙ্গলের একটা বড় অংশও প্লাবিত হয়েছে। কয়েকলক্ষ মানুষের পাশাপাশি বিপন্ন বন্যপ্রাণও।
কাজিরাঙার মূল আকর্ষণ বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডার। এখানে ২৬০০-র বেশি একশৃঙ্গ গন্ডার রয়েছে। পৃথিবীতে সবথেকে বেশি একশৃঙ্গ গন্ডার কাজিরাঙাতেই রয়েছে। গন্ডার ছাড়া ১৩৫টি বাঘ রয়েছে এখানে। রাজ্য প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৩ জন।