বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (kakdwip) ভয়াবহ পথ দুর্ঘটনা। সকাল সাড়ে ৭টা নাগাদ বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুই গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন- দীপকের বইয়ের উপর স্থগিতাদেশ
স্থানীয়রা জানিয়েছেন এদিন সকালে কাকদ্বীপে (kakdwip) হারউড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ব্যস্ত সময় ভোগান্তির মুখে পড়তে হয় অনেককেই। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।