১০ প্রশ্ন মোদিকে

Must read

প্রতিবেদন: বড়দিনকে গুড গভর্ন্যান্স ডে-তে রূপান্তরিত করা হচ্ছে কেন? মণিপুর নিয়েই বা কেন এই নীরবতা? খ্রিস্টানদের উপর হামলার ঘটনা বাড়ছে কেন? এই রকম ১০টি প্রশ্নের সরাসরি উত্তর প্রধানমন্ত্রী মোদির (modi) কাছে চাইল বিশপ বডি। সংঘ প্রধান মোহন ভগবতের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানাল বিশপ বডি। তাঁদের অভিযোগ, মোহন ভগবত এবং আরএসএস খ্রিস্টান সম্প্রদায়ের অবমাননা করেছে। বিষয়টি এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে অজানা রোগে মৃত ১৫, নেপথ্য রহস্য খুঁজতে সিট

Latest article