অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের স্মার্টফোন কিনতে ১০ হাজার

কালীপুজোর (Kalipuja) আগেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

প্রতিবেদন : কালীপুজোর (Kalipuja) আগেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রত্যেক অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা দেওয়া হবে। টাকা সরাসরি চলে যাবে কর্মীদের অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মী রয়েছেন।

আরও পড়ুন-পরপর ৫ কালীপুজোর উদ্বোধন, কুৎসার কড়া জবাব মুখ্যমন্ত্রীর, গদি মিডিয়াকে তুলোধোনা

মুখ্যমন্ত্রী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করছেন। তাঁদের জন্য অসংখ্য মানুষ উপকৃত হন। তাঁদের কাজ আরও সহজ ও কার্যকর করতে এবার রাজ্য সরকার স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা করে দিচ্ছে।

Latest article