প্রতিবেদন : প্রার্থী নির্বাচনেও মহিলাদের প্রাধান্য দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যসমাপ্ত কলকাতা পুরসভার নির্বাচনে রেকর্ড সংখ্যক মহিলা প্রার্থী দিয়েছিল দল। নতুন পুর প্রশাসন গঠনে সেই ধারাই বজায় রাখলেন দলনেত্রী। বৃহস্পতিবার কলকাতার বরো চেয়ারম্যান নির্বাচনে সেই নারীশক্তিতে ভরসা রাখল দল। এবার কলকাতা পুরসভার বোর্ড গঠনে তারই নজির রাখলেন তিনি। কলকাতার ১৬টি বরোর মধ্যে ১০টি বরোর (Borough) চেয়ারম্যান নির্বাচিত হলেন মহিলারা। নবনিযুক্ত বোর্ডের বরো (Borough) চেয়ারম্যান হলেন, তরুণ সাহা, সাধনা বোস, অনিন্দ্যকিশোর রাউত, শুক্লা ভোঁড়, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, রত্না শূর, সংহিতা দাস, রণজিৎ শীল ও সুদীপ পোল্লে। তালিকার ১৬ জনের মধ্যে ১০ জনই মহিলা। এক নম্বর বরো কমিটির দায়িত্ব পেলেন তরুণ সাহা, দু’নম্বর বরোর দায়িত্ব সামলাবেন শুক্লা ভোঁড়, তিন নম্বর বরোর চেয়ারম্যান হলেন অনিন্দ্যকিশোর রাউত, চার নম্বর বরোয় সাধনা বোস, পাঁচ নম্বর বরোর চেয়ারম্যান রেহানা খাতুন, ছ’নম্বরের দায়িত্বে এবার সানা আহমেদ, সাত নম্বর বরোর প্রধান হলেন সুস্মিতা ভট্টাচার্য, আট নম্বর বরোর দায়িত্ব পেলেন চৈতালী চট্টোপাধ্যায়, ন’নম্বর বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, দশ নম্বর বরোর দায়িত্বে এলেন জুঁই বিশ্বাস, এগারো নম্বর বরোর প্রধান হলেন তারকেশ্বর চক্রবর্তী, বারো নম্বর বরোর প্রধান হলেন সুশান্ত ঘোষ, তেরো নম্বরে এলেন রত্না শূর, চোদ্দ নম্বর বরোর চেয়ারম্যান হলেন সংহিতা দাস, পনেরো নম্বর বরোর চেয়ারম্যান রণজিৎ শীল এবং ষোলো নম্বর বরোর দায়িত্ব পেলেন সুদীপ পোল্লে। বৈঠকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ১৬টা বরোর মধ্যে ১০টি বরো কমিটির চেয়ারম্যানই এবার মহিলারা। এটা মহিলাদের এমপাওয়ারমেন্টের একটা প্রকাশ। খুব ভাল করে কাজ করুন। খুব ভাল থাকুন। এবার আনুষ্ঠানিকভাবে শপথের বিষয়গুলি সেরে ফেলতে হবে।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে প্রথমে বলেন, “নির্বাচিত ১৩৪ জন কাউন্সিলরকেই আমি অভিনন্দন জানাচ্ছি।”
আরও পড়ুন-শুক্রবার কাউন্সিলরদের শপথ, ২৮ ডিসেম্বর শপথ নেবেন মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন