পঞ্জাবের (Punjab) পাটিয়ালায় অনলাইনে জন্মদিনের কেক অর্ডার দেওয়া হয়েছে আর সেই কেক খাওয়ার পরে মৃত্যু হল ১০ বছরের মেয়ের। অসুস্থ হয়ে পড়েছেন ওই মেয়েটির বোন-সহ পুরো পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়ার ফলেই ওই মেয়েটির মৃত্যু হয়েছে। পরিবারের বাকি সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের তরফে আপাতত নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। কেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুরো বিষয়টি বোঝা যাবে। যে বেকারি থেকে ওই কেকের অর্ডার দেওয়া হয়েছিল, সেই দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন-‘ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো’ কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
মেয়েটির দাদু জানান গত ২৪ মার্চ সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের সঙ্গে জন্মদিনের কেক কেটেছিল তার নাতনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও পোস্ট করা হয়েছিল। কিন্তু কেক খাওয়ার পর থেকেই দুই নাতনি বমি করতে শুরু করে। তাঁর যে নাতনির মৃত্যু হয়েছে, সে জল চায়। মুখ শুকিয়ে যাচ্ছে বলে এবং এরপর ঘুমোতে চলে যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন সকালেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাদু বলেন অক্সিজেন দেওয়া হয়। ইসিজি করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন-সাংসদের উদ্যোগে গোকর্ণী স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিলেই চিকিৎসক
উল্লেখ্য, সন্ধ্যা সাতটা নাগাদ কেক খাওয়ার পরে রাত ১০ টার মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়েন। কেকে কোনও বিষক্রিয়ার কারণ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। । ইতিমধ্যে ওই বেকারির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই বিষয়ে জানান, ‘মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরীক্ষার জন্য কেকের নমুনা পাঠানো হয়েছে। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’