সিন্দুরের সময় জওয়ানদের খাবার-জল দিয়েছিল! ১০ বছরের খুদে পেল বাল পুরস্কার

Must read

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে অশান্তি চলাকালীন ভারতীয় সেনার সহায় হয়ে উঠেছিল শ্রবণ সিং (Shravan Singh)। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সেনা জওয়ানদের জন্য নিয়মিত জল, চা, দুধ, লস্যি, বরফ পৌঁছে দিয়ে ১০ বছরের শ্রবণ। জওয়ানদের হৃদয় জয় করেছিল এই খুদে।

সাহস, মানবিকতা আর দেশপ্রেমের স্বীকৃতি হিসেবেই ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কার ২০২৬’ পেল শ্রবণ সিং। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেছে সে। ভারতীয় সেনাবাহিনীর ‘সবচেয়ে কনিষ্ঠ সিভিল ওয়ারিয়র’ হিসেবে পরিচিত এই খুদে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শ্রবণের (Shravan Singh) শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে। লক্ষ্য একটাই-এই সাহসী শিশুটি যাতে লেখাপড়া চালিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।

আরও পড়ুন- টরেন্টোয় গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

পুরস্কার পাওয়ার পর শ্রবণ বলে, “আমি সৈনিকদের সাহায্য করতে খুব ভালবাসতাম। ওরা আমাকে বিশেষ উপহার দিয়েছে, সঙ্গে বসে খাবারও খেয়েছি, আইসক্রিমও। বড় হয়ে আমি সৈনিক হতে চাই, দেশের সেবা করতে হবে।”

প্রধানমন্ত্রী বাল পুরস্কার দেশের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান। অসাধারণ প্রতিভা, সাহসিকতা ও সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। শ্রবণ বর্তমানে মামদোট সরকারি স্কুল -এর পঞ্চম শ্রেণির ছাত্র।

Latest article