ফালাকাটায় ১০০ বিজেপি সমর্থক দল ছেড়ে তৃণমূলে

সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, ধনিরামপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি হরিপদ রায় প্রমুখ।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলবদলের হিড়িক অব্যাহত ফালাকাটা ব্লকে। গত একমাসে বেশ কয়েকবার ফালাকাটা ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। রবিবারও তেমনই একটি যোগদানের অনুষ্ঠান হল ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আরও পড়ুন-ভিন রাজ্যে বাঙালিদের হয়রানি! ১৬ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলে থাকছেন মুখ্যমন্ত্রী

এদিন ১৩/২২ পার্টের তৃণমূল কংগ্রেসের তরফে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতেই ১৬টি পরিবারের প্রায় ১০০ জন বিজেপি সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় দাস। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, ধনিরামপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি হরিপদ রায় প্রমুখ।

Latest article