বাংলায় ফের শুরু হবে ১০০ দিনের কাজ, জানাল কেন্দ্র

Must read

প্রতিবেদন : ঠেলার নাম বাবাজি! হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দাবড়ানি খেয়ে অবশেষে এবার বাংলায় ১০০ দিনের কাজ (100-day work ) শুরুর পথে কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব জানালেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তারা দ্রুত বাংলায় ১০০ দিনের কাজ শুরু করবেন৷ তাঁর এই বক্তব্য পিএসি বৈঠকের এদিনের বিবরণীতে লিপিবদ্ধও করা হয়েছে বলে সংসদীয় সূত্রের দাবি।
মনরেগা প্রকল্পের টাকা আটকে মোদি সরকারের বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত হালে পায়নি পায়নি। প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট— দু’জায়গাতেই মুখ থুবড়ে পড়তে হয়েছে কেন্দ্রকে। দুই আদালতই জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ (100-day work ) শুরু করতে হবে৷ তাই বাংলার মানুষের প্রাপ্য বুঝে নেওয়ার লড়াইয়ের সামনে এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে মোদি সরকার।

আরও পড়ুন-প্রাথমিকে স্পেশাল এডুকেটর নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু

Latest article