প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ ১০০ দিন পেরোল। প্রবল রুশ আক্রমণে ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপ। পুতিন বাহিনীর আক্রমণে দেশের কতটা ক্ষতি হয়েছে সে কথা নিজের মুখে জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, রুশ সেনার আক্রমণে প্রতিদিন ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছেন।
আরও পড়ুন-ক্ষুধার্ত শৈশব, অপুষ্টিতে ভোগা শিশুদের ভিড় উপচে পড়ছে আফগানিস্তানের হাসপাতালে
আহত হচ্ছেন ৫০০-রও বেশি। তবে সীমিত সামর্থ্য নিয়ে আমরা লড়ছি। রুশ সেনার বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় দু’লক্ষ শিশুকে পুতিন বাহিনী তুলে নিয়ে গিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে আমেরিকার কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানো যায় এমন কোনও ক্ষেপণাস্ত্র তাঁরা ইউক্রেনকে দেবেন না। তবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো হবে।