প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন্দ্র রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করেনি৷ একই সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আটকে রেখেছে ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া বিপুল অঙ্কের টাকা। সুপ্রিম কোর্টে সোমবার এমনই অভিযোগ জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল৷ বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার এই অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন-ব্যবহারই পরিচয়! টিকিট পরীক্ষকের সৌজন্যতার প্রশংসা নেটদুনিয়ায়
তাঁর সমর্থনে অপর আইনজীবী মুরলীধর বলেন, কেন্দ্রীয় সরকার আদালত অবমাননা করেছে৷ এখন বিপাকে পড়ে যে কোনও উপায়ে আদালত অবমাননা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে৷ পশ্চিমবঙ্গের মনরেগা কার্ড হোল্ডাররা তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন৷ একই সুরে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও৷ তাঁর অভিযোগ, খেটে খাওয়া মানুষগুলিই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তাঁদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে৷ অভিযোগ শোনার পরে দুই বিচারপতি জানান, দিওয়ালির ছুটির পর ২৭ অক্টোবর তাঁরা এই মামলার শুনানি করবেন৷ উল্লেখ্য, ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই মামলার শুনানিতেই সোমবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রাজ্য সরকার ও একাধিক শ্রমিক সংগঠন।