সংবাদদাতা, আলিপুরদুয়ার : কেন্দ্রের একের পর এক বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন চা-শ্রমিকেরা। বিজেপির ঘুম উড়িয়ে পঞ্চায়েত ভোটের পূর্বে চা-বাগানের শ্রমিকদের দাবি আদায়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সমস্যা নিয়ে শুক্রবার সকালে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার সঙ্কোশ চা-বাগান থেকে পদযাত্রা শুরু করল তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার জবাব দেবেন চা-শ্রমিকরা
শুক্রবার সকাল এগারোটায় আলিপুরদুয়ার জেলার সঙ্কোশ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার সূচনা করেন মন্ত্রী বুলুচিক বড়াইক। এই পদযাত্রায় প্রায় শতাধিক বাগান শ্রমিক উপস্থিত ছিলেন। পাঁচদিন ধরে পদযাত্রা করবেন তাঁরা। এদিন পদযাত্রার পর নিউল্যান্ডস চা-বাগানে হয় সভা। পদযাত্রায় ছিলেন তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ, তৃণমূল জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক, তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার, আলিপুরদুয়ার আইএনটিটিএইসির প্রেসিডেন্ট বিনোদ মিঞ্জ। পদযাত্রা এবং সভা আলিপুরদুয়ারের সঙ্কোশ থেকে নিউল্যান্ডস, রায়ডাকে মিটিং হয়ে জয়ন্তীতে শেষ হবে। আজ শনিবার আটিয়াবাড়ি, কালচিনি, চুয়াপাড়া, এরপর সাঁতালিতে পদযাত্রা এবং সভা হবে। ১১ তারিখ আলিপুরদুয়ারের মাদারিহাট, রামঝোরা, বীরপাড়ায় পদযাত্রা করে সভা হবে।