প্রতিবেদন: ছাত্র-ছাত্রীদের যাতে বছর নষ্ট না হয় সে কারণে দশমের ফাইনালের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল সিবিএসই। জানানো হয়েছে এবার থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাঁচটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে যদি কোনও পরীক্ষার্থী পাস করতে না পারে তাহলে সংশ্লিষ্ট বছর সে আবার পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে বছর নষ্ট হওয়ার কোনও ভয় থাকবে না।
আরও পড়ুন-কোকোর রক্তে প্রাণ বাঁচল লিও-র, কলকাতায় পোষ্যের সফল রক্তদান
ইতিমধ্যেই এই নিয়ে তৈরি হয়েছে খসড়া। আগামী ৯ মার্চ পর্যন্ত খসড়া প্রস্তাবের ওপর মতামত জানাতে পারবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষ। তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খসড়ায় জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে। ফল প্রকাশ করতে হবে কুড়ি এপ্রিলের মধ্যে। যে সমস্ত পরীক্ষার্থী একটি বিষয়ে ফেল করবে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। সেই পরীক্ষা নিতে হবে ৩০ মের মধ্যে। দ্বিতীয় পরীক্ষার পরেই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে পরীক্ষার্থীদের।