সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ১০ম বর্ষ জঙ্গলমহল উৎসবের সূচনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতর, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম জেলাশাসক অফিস সংলগ্ন ময়দানে ১০ম বর্ষ জঙ্গলমহল উৎসবের উদ্বোধন হল। যার সূচনা বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম সাংসদ কালীপদ সরেন প্রমুখ। উৎসব চলবে ২১শে জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। যেখানে জেলার আদিবাসী ও অন্য সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য, গীত-সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে।
আরও পড়ুন-জঙ্গলমহল : মুখ্যমন্ত্রীর প্রশংসায় অনুব্রত, কাজল
সঙ্গে এই উৎসবের মাধ্যমে আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি এবং পর্যটনের মেলবন্ধন ঘটবে। অনুষ্ঠিত হবে জঙ্গলমহলের মানুষের জীবন-জীবিকা নিয়ে কিছু আলোচনা। এছাড়া থাকছে প্রকৃতি-পর্যটনের বিকাশ ও আদিবাসী সংস্কৃতি উন্নয়ন বিষয়ক আলোচনা। অনুষ্ঠান প্রাঙ্গণে রয়েছে সরকারের বিভিন্ন দফতরের ২০টি স্টল ও জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী বেচাকেনার কারিগরিহাট। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের মাদল ও বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হয়। জঙ্গলমহলে এই ধরনের উৎসবের উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্টলে আসা মানুষজন।