ভূপাল: বিজেপির শাসনে শিশুদের স্বাস্থ্য-সুরক্ষা ব্যবস্থা কীভাবে ভেঙে পড়ছে তার নিকৃষ্ট উদাহরণ মধ্যপ্রদেশ এবং রাজস্থান। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় বিষাক্ত কাফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৯ শিশুর। মাত্র ১৫ দিনের মধ্যে একের পর এক এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে গেরুয়া রাজ্যের এই জেলা। সর্দি-কাশি-জ্বরের চিকিৎসার জন্য শিশুদের খাওয়ানো হয়েছিল এই কাফ সিরাপ। অদ্ভুত ব্যাপার, সিরাপ খাওয়ার পরেই বিকল হয়ে যায় ওই শিশুদের কিডনি। পরিণতিতে মৃত্যু। মৃত শিশুদের বয়স একবছর থেকে সাত বছরের মধ্যে। অভিযোগের আঙুল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের দিকেই। শুধু মধ্যপ্রদেশে নয়, আর এক গেরুয়া রাজ্য রাজস্থানেও বিষাক্ত কাফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ২ শিশুর। ভরতপুর এবং সিকর জেলায় ঘটেছে এই শিশুমৃত্যুর ঘটনা। সবথেকে আশ্চর্যজনক ঘটনা, কাশির ওষুধে বিষ নেই তা প্রমাণ করতে গিয়ে ওই সিরাপ নিজেই পান করেছিলেন ভরতপুরের কালসারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক। নিমেষের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই ওষুধ খেয়ে একইভাবে অসুস্থ হয়ে পড়েন ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ৩ স্বাস্থ্যকর্মীও। আসলে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁর লিখে দেওয়া কাশির সিরাপ খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৩ বছরের এক শিশু। অভিযোগকে মিথ্যে প্রমাণ করতেই তিনি নিজে খেয়ে পরীক্ষা করছিলেন ওই সিরাপ। খাইয়েছিলেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ৩ স্বাস্থ্যকর্মীকেও। তাতেই বিপত্তি। অথচ নিজেদের অপদার্থতা চাপা দেওয়ার জন্য রাজস্থান সরকারের তদন্ত কমিটি সাফাই গাইছে, সরকারি হাসপাতাল থেকে দেওয়া সিরাপ খেয়ে কোনও শিশুর মৃত্যু হয়নি আদৌ। অসুস্থও হয়নি।
আরও পড়ুন-হাইড্রোলিক ট্রলির সাহায্যে নিরঞ্জন আত্রেয়ী নদীতে
তবে দু’টি রাজ্যেই নিষিদ্ধ করা হয়েছে ডেক্সট্রোমেঠোরফেন হাইড্রোব্রোমাইড সিরাপ। আগাম সতর্কতা হিসেবে তামিলনাড়ু সরকার বিক্রি বন্ধ করে দিয়েছে কোল্ডরিফ কাফ সিরাপ। রাজস্থানের জনস্বাস্থ্য ডিরেক্টর স্বীকার করেছেন ডেক্সট্রোমেটরফেন শিশুদের জন্য উপযুক্ত নয়। প্রশ্ন উঠেছে, এতদিন পরে কেন ঘুম ভাঙল গেরুয়া রাজ্যের স্বাস্থ্য দফতরের?
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…