মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হত ১১, এনআইএ তদন্ত চায় তৃণমূল

Must read

ভয়াবহ বিস্ফোরণ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক বাজি কারখানায়। মৃত্যু হল ১১ জনের। আহত হয়েছে আরও শতাধিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ে। কারখানার ভিতরে বিস্ফোরণের পরও বহু শ্রমিক আটকে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে নামে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে। তৃণমূলের দাবি, এতবড় বিস্ফোরণ ও বহু মানুষের প্রাণহানির পর অবিলম্বে এনআইএ তদন্ত চাই বিজেপি রাজ্যে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা সংলগ্ন আশপাশের এলাকা। বিস্ফোরণের জেরে আশপাশের অন্তত ৬০টি বাড়িতে আগুন ধরে যায়। দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় মৃতদেহ ছিটকে পড়েছে আধ কিলোমিটার দূরে। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন।

আরও পড়ুন- উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে কয়েদিদের, বিধানসভায় জানালেন কারামন্ত্রী

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

মধ্যপ্রদেশের এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বিজেপিকে অতীত স্মরণ করালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অতীতের প্রসঙ্গ মনে করিয়েই এদিন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, কি বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা তা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?

Latest article