পাকিস্তানে ভয়াবহ তুষারধসের ফলে মৃত ৪ শিশু সহ ১১

যাযাবরদের উদ্ধারকাজে শনিবার নেমেছে স্থানীয় প্রশাসন। কিন্তু সমস্যা হল দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে উদ্ধারকাজ অনেকাংশেই বাধা পাচ্ছে

Must read

পাকিস্তানে (Pakistan) ভয়াবহ তুষারধস (avalanche) হওয়ার ফলে কমপক্ষে ১১ জন যাযাবরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০। জানা গিয়েছে মৃতদের মধ্যে এক চার বছরের শিশুও রয়েছে। বরফের নীচে চাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন মহিলা রয়েছে। প্রায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। গুরুতর আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন। ১৫টি গবাদি পশু এই ঘটনার শিকার।

আরও পড়ুন-সৌরভের বায়োপিকের বাজেট জানালেন প্রযোজক

পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে শনিবার হঠাৎ করেই ধস নামে। বরফের চাঁই ভেঙে গড়িয়ে যায় নীচের দিকে। যাযাবরদের উদ্ধারকাজে শনিবার নেমেছে স্থানীয় প্রশাসন। কিন্তু সমস্যা হল দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে উদ্ধারকাজ অনেকাংশেই বাধা পাচ্ছে ।গিলগিট-বালটিস্তান অঞ্চলের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সংযোগ রক্ষাকারী অঞ্চলে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন-বাড়ছে শহরের উষ্ণতা, বৃষ্টির সম্ভাবনা নেই

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে নেমে পড়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।’

Latest article