ঘাট বাঁধাতে ১১ লক্ষ

বাসিদন্দাদের দাবি মেনে নদী ঘাট বাঁধানো কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইটাহারের দুর্গাপুর পঞ্চায়েত দফতর।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বাসিদন্দাদের দাবি মেনে নদী ঘাট বাঁধানো কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইটাহারের দুর্গাপুর পঞ্চায়েত দফতর। ১১ লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপুর মহাশ্মশান ঘাট এলাকায় বিনা নদীর নদী ঘাট বাঁধানো কাজ শুরু করেছে পঞ্চায়েত দফতর।

আরও পড়ুন-প্রশ্ন, আগে ইউনিয়ন না পঠনপাঠন

পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার বলেন, এলাকায় শ্মশানঘাট থাকলেও প্রতিমা বিসর্জনের জন্য কোনও জলাশয় ছিল না। এলাকায় কোনও নদীর ধারে দুর্গাপুর মহাশ্মশানঘাট থাকলেও, এলাকার সাধারণ মানুষের দাবি, দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের কোনও জলাশয় বা পুকুর না থাকায় প্রতিমা বিসর্জনের অসুবিধা ছিল।

Latest article