সংবাদদাতা, গঙ্গাসাগর : কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মিটল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। রেকর্ড পরিমাণ পুণ্যার্থীর ভিড় সামাল দিল প্রশাসন। পুণ্যস্নান সেরে বুধবার সকাল থেকেই একে একে বাড়ির পথে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। ভিনরাজ্যের বিপুল মানুষও পুণ্যস্নান সেরে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। প্রতিবারের মতো এবারও রেকর্ড পরিমাণ ভিড় গঙ্গাসাগরে। সাধু-সন্ন্যাসীদের পাশাপাশি সাগরতটে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে— মঙ্গলবার ১৪ জানুয়ারি পর্যন্ত পুণ্যস্নানের লক্ষ্যে ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী সাগরে জড়ো হয়েছেন। কেউ এসেছেন রাজস্থান থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ আবার এসেছেন পাঞ্জাব-মহারাষ্ট্র-বিহার কিংবা অন্যান্য রাজ্য থেকে। সঙ্গে বাংলারও বিভিন্ন জেলার মানুষ পুণ্যস্নানে ডুব দেন।