সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় জখম ১১ তৃণমূল নেতা-কর্মী

বহরমপুর ব্লক তৃণমুল সভাপতি আইজুদ্দিন মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে হারানো জমি ফিরে পেতে চাইছে কংগ্রেস।

Must read

সংবাদদাতা, বহরমপুর : দৌলতাবাদ থানার ছয়ঘড়ি অঞ্চলের হাজিডাঙায় শুক্রবার দলীয় কার্যালয়ে ঢুকে কংগ্রেসি দুষ্কৃতীরা তৃণমুল কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এক মহিলা-সহ ১১ নেতা-কর্মীর মাথা ফাটে। সবাইকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। রক্তাক্ত হন বুথ সভাপতি টুকটুকি বিবি। জখম অঞ্চল সভাপতি আকিবুর ইসলাম।

আরও পড়ুন-পঞ্চায়েতের উদ্যোগে শিবিরে থাকছেন শহরের নামী আইনজীবীরা, আজ থেকে দুয়ারে আইনি পরামর্শ

বহরমপুর ব্লক তৃণমুল সভাপতি আইজুদ্দিন মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে হারানো জমি ফিরে পেতে চাইছে কংগ্রেস। সে কারণেই এই হামলা। আহত আকিবুর শেখ বলেন, ‘‘যারা হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই কংগ্রেস কর্মী-সমর্থক। দু-একজনের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।’’ বুথ সভাপতি টুকটুকি বিবি বলেন, ‘‘আমার বাড়ির সামনেই তৃণমূল পার্টি অফিস। আমি বাড়ির দোকানে ছিলাম। অতর্কিতে আমাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট ছুড়লে বাঁ চোখের নিচে রক্ত পড়তে শুরু করে।’’ দৌলতাবাদ থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর প্রাথমিক হাসপাতাল, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Latest article