প্রতিবেদন : ঠিকমতো পড়াশোনা না করায় মা বকুনি দিয়েছিল। নানা কারণে মাঝে মধ্যেই মায়ের বকা শুনতে হত। তাই মায়ের নামে নালিশ জানাতে দিদার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল ১১ বছরের বালক। কিন্তু বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। তাই মায়ের নামে নালিশ জানাতে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল খুদে। প্রায় ২৪ ঘণ্টা ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে দিদার বাড়ির কাছাকাছি পৌঁছেও গিয়েছিল সে। কিন্তু পথশ্রমে ক্লান্ত হয়ে ফুটপাতে বসে পড়ে ওই বালক। পাথের ধারে এক খুদেকে বসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিনের (china) মেইজিয়াং শহরের একটি এক্সপ্রেসওয়ে টানেলের সামনে বসেছিল ওই নাবালক। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাবালকটি জানায়, রাস্তায় রোড সাইন দেখে সে এত দূর সাইকেল চালিয়ে এসেছে। কয়েক বার ভুল পথে গিয়েছিল সে। বাড়ি থেকে আনা পাউরুটি আর জল খেয়ে মিটিয়েছিল খিদে। কিন্তু দিদার বাড়ির কাছে এসে ক্লান্ত হয়ে সে টানেলের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল। পুলিশ তাকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। নাবালকের মা এবং দিদা দু’জনেই থানায় আসেন। পুলিশকে ওই বালকের মা জানান, তাঁর ছেলে একবার বলেছিল যে সে দিদার বাড়ি চলে যাবে। কিন্তু তিনি ভেবেছিলেন যে, রাগের মাথায় ভুলভাল বলছে তাঁর ছেলে। কিন্তু ছেলে যে সত্যিই বেরিয়ে পড়বে তা তিনি বুঝতে পারেননি।
আরও পড়ুন:কোর্টে ফিরেই জয় পেলেন জকোভিচ